আমরা ওয়েব কন্টেন্টের প্রবেশগম্যতার (WCAG-Web Content Accessibility Guidelines) সর্বশেষ নির্দেশিকার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে সামঞ্জস্য রেখে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই যে, আপনি দেখা, স্পর্শ বা বাক্‌ শক্তি যেভাবেই হোক না কেন, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে প্রবেশ করলে সেটি যেন সবার জন্য সহজে ব্যবহারযোগ্য হয়।

তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে, আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট ব্রাউজারেও প্রবেশগম্যতার এমন কিছু বিল্ট-ইন ফিচার রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি সহজেই আপনার ব্যবহারে সহায়ক কিছু পরিবর্তন করতে পারেন।

আপনার ডিভাইসের সেটিংস পরিবর্তনের মাধ্যমে আপনি যদি প্রবেশগম্যতার জন্য কিছু নির্ধারণ করে দেন, তাহলে সেই পছন্দগুলো সংরক্ষিত থাকে এবং আপনি যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে আপনার সেই পছন্দ অনুযায়ী মানিয়ে নেয়।

সাধারণত যেসব পরিবর্তন বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে—রঙের কনট্রাস্ট বাড়ানো, অথবা টেক্সট সাইজ বড় করা। নিচে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি কীভাবে আপনি এ ধরনের পরিবর্তন করতে পারেন।

অনুগ্রহ করে মনে রাখবেন, এই নির্দেশনাগুলি আপনার ডিভাইসের ধরন এবং সফটওয়্যার ভার্সনের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

টেক্সট (লেখা) বড় করার উপায়

কম্পিউটারে:

  • কন্ট্রোল ও প্লাস চিহ্ন চেপে ধরে {Ctrl + Plus (+)} লেখা বড় করুন
  • কন্ট্রোল ও মাইনাস চিহ্ন চেপে ধরে {Ctrl + Minus (-)} লেখা ছোট করুন
  • কন্ট্রোল ও জিরো চেপে ধরলে {Ctrl + 0} লেখা আগের অবস্থায় ফিরে আসবে
  • ম্যাকে: Ctrl-এর পরিবর্তে Cmd ব্যবহার করুন
  • অথবা আপনার ব্রাউজারের Settings-এ গিয়ে “Zoom” বা “Font Size” অপশন খুঁজুন
ছবিতে কম্পিউটারে টেক্সট বা লেখা বড় করার কিছু উপায় উল্লেখ করা হয়েছে। যেখানে কন্ট্রোল, শিফটসহ কীবোর্ডের অন্যান্য বোতাম চেপে ধরে কীভাবে লেখা বড়, ছোট করা যায় তা বলা হয়েছে। পাশাপাশি একটি ছবিতে কীবোর্ডে একজন ব্যক্তিকে দু হাত দিয়ে টাইপ করতে দেখা যাচ্ছে।
ছবিতে কম্পিউটারে টেক্সট বা লেখা বড় করার কিছু উপায় উল্লেখ করা হয়েছে। যেখানে কন্ট্রোল, শিফটসহ কীবোর্ডের অন্যান্য বোতাম চেপে ধরে কীভাবে লেখা বড়, ছোট করা যায় তা বলা হয়েছে। পাশাপাশি একটি ছবিতে কীবোর্ডে একজন ব্যক্তিকে দু হাত দিয়ে টাইপ করতে দেখা যাচ্ছে।  

ম্যাক-এ:

  • Apple মেনু > System Settings > Accessibility
  • সাইডবার থেকে Display এ যান, তারপর নিচে স্ক্রল করে Text Size এ ক্লিক করুন।
  • স্লাইডার ডানদিকে টেনে নিলে ডেস্কটপ, অ্যাপ সাইডবার এবং কিছু নির্দিষ্ট অ্যাপে লেখা বড় হবে (যদি সেগুলো Use Preferred Reading Size-এ সেট করা থাকে)।
ম্যাকের অ্যাপল মেন্যুতে কীভাবে লেখা বড় বা ছোট করা যায় তার কিছু উপায় উল্লেখ করা হয়েছে। কীভাবে সিস্টেম সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি ফিচার ব্যবহার করে লেখা বড়, ছোট করা যায় সেটা দেখানো হয়েছে ছবিতে।
ম্যাকের অ্যাপল মেন্যুতে কীভাবে লেখা বড় বা ছোট করা যায় তার কিছু উপায় উল্লেখ করা হয়েছে। কীভাবে সিস্টেম সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি ফিচার ব্যবহার করে লেখা বড়, ছোট করা যায় সেটা দেখানো হয়েছে ছবিতে।

আইফোনে (Safari):
Settings > Apps > Safari > Page Zoom এ গিয়ে প্রয়োজনমতো সাইজ নির্বাচন করুন।

আইফোনে লেখা বড় বা ছোট করার উপায় দেখানো হয়েছে ছবিতে। কীভাবে সেটিংস অপশন থেকে অ্যাপস, সাফারি ও পেজ জুম অপশন ব্যবহার করে লেখা বড় করা যাবে সে উপায় বলা হয়েছে ছবিতে।
আইফোনে লেখা বড় বা ছোট করার উপায় দেখানো হয়েছে ছবিতে। কীভাবে সেটিংস অপশন থেকে অ্যাপস, সাফারি ও পেজ জুম অপশন ব্যবহার করে লেখা বড় করা যাবে সে উপায় বলা হয়েছে ছবিতে।

• অ্যান্ড্রয়েডে (Chrome):
ডান দিকের উপরের তিনটি ডটে চাপ দিন > Settings > Accessibility > Text Scaling স্লাইডার টানুন।

অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে গুগল ক্রোম ব্যবহার করে স্ক্রিনের লেখা বড় করা যাবে সেটি দেখানো হয়েছে ছবিতে।
অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে গুগল ক্রোম ব্যবহার করে স্ক্রিনের লেখা বড় করা যাবে সেটি দেখানো হয়েছে ছবিতে।

অ্যান্ড্রয়েডে সুবিধামত ব্যবহারের আরও উপায় জানতে ভিডিও দেখুন: Android Accessibility Overview

বেটার কনট্রাস্টের জন্য রঙ পরিবর্তন কীভাবে করবেন

উইন্ডোজে:

  • Dark Reader বা Midnight Lizard এর মতো ফ্রি টুল ব্যবহার করুন।
  • Settings > Accessibility > Contrast Themes-এ গিয়ে রঙের থিম পরিবর্তন করুন।
  • Alt + Left Shift + PrintScreen চাপলে হাই কনট্রাস্ট চালু/বন্ধ করা যাবে।
উইন্ডোজ সিস্টেমে অর্থাৎ কম্পিউটারে স্ক্রীনের রং কীভাবে পরিবর্তন করতে হবে সে সম্পর্কিত তথ্য দেওয়া আছে ছবিতে। উইন্ডোজ ১১ ভার্সনের ‘ডার্ক রিডার’ অপশন নির্বাচিত করে অথবা ‘মিডনাইট লিজার্ড’ টুল ব্যবহার করে কনট্রাস্ট পরিবর্তন করার তিনটি ছবি দেখানো হয়েছে। অল্টার, শিফট ও প্রিন্ট স্ক্রিন চেপে ধরে কনট্রাস্ট চালু বা বন্ধ কীভাবে করতে হবে সেটি দেখানো হয়েছে।
উইন্ডোজ সিস্টেমে অর্থাৎ কম্পিউটারে স্ক্রীনের রং কীভাবে পরিবর্তন করতে হবে সে সম্পর্কিত তথ্য দেওয়া আছে ছবিতে। উইন্ডোজ ১১ ভার্সনের ‘ডার্ক রিডার’ অপশন নির্বাচিত করে অথবা ‘মিডনাইট লিজার্ড’ টুল ব্যবহার করে কনট্রাস্ট পরিবর্তন করার তিনটি ছবি দেখানো হয়েছে। অল্টার, শিফট ও প্রিন্ট স্ক্রিন চেপে ধরে কনট্রাস্ট চালু বা বন্ধ কীভাবে করতে হবে সেটি দেখানো হয়েছে।

ম্যাক (Safari):

  • Night Shift Dark Mode চালু করুন।
  • Cmd + Alt + Ctrl + 8 চাপলে রঙের স্কিম পরিবর্তন হবে।
ম্যাক ডিভাইসে কীভাবে কনট্রাস্ট পরিবর্তন করা যাবে সেটি দেখানো হয়েছে ছবিতে। নাইট শিফট ডার্ক মুড চালু করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে। কমান্ড, অল্টার, কন্ট্রোল ও ৮ চেপে ধরে রঙের স্কিম পরিবর্তন করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।
ম্যাক ডিভাইসে কীভাবে কনট্রাস্ট পরিবর্তন করা যাবে সেটি দেখানো হয়েছে ছবিতে। নাইট শিফট ডার্ক মুড চালু করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে। কমান্ড, অল্টার, কন্ট্রোল ও ৮ চেপে ধরে রঙের স্কিম পরিবর্তন করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।

আইফোনে:
Settings > Accessibility > Display & Text Size

  • Increase Contrast বা Smart Invert চালু করুন।
  • দ্রুত পরিবর্তনের জন্য Accessibility Shortcut ব্যবহার করুন।
আইফোনে ভালো কনট্রাস্টের জন্য রঙ কীভাবে পরিবর্তন করতে হবে চারটি ভিন্ন ভিন্ন ছবির মাধ্যমে দেখানো হয়েছে। সেটিংস, অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে ও টেক্সট সাইজ অপশনে গিয়ে রং পরিবর্তন করতে হবে।
আইফোনে ভালো কনট্রাস্টের জন্য রঙ কীভাবে পরিবর্তন করতে হবে চারটি ভিন্ন ভিন্ন ছবির মাধ্যমে দেখানো হয়েছে। সেটিংস, অ্যাক্সেসিবিলিটি, ডিসপ্লে ও টেক্সট সাইজ অপশনে গিয়ে রং পরিবর্তন করতে হবে।

• Chromebook (Chrome ব্রাউজার):

  • Ctrl + Search + H চাপলে রঙ পরিবর্তন হবে।
ক্রোমবুক অর্থাৎ ক্রোম ব্রাউজারে কন্ট্রোল, সার্চ অপশন, এইচ বোতাম চেপে ধরে কনট্রাস্টের রং পরিবর্তন করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।
ক্রোমবুক অর্থাৎ ক্রোম ব্রাউজারে কন্ট্রোল, সার্চ অপশন, এইচ বোতাম চেপে ধরে কনট্রাস্টের রং পরিবর্তন করার পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।

অ্যান্ড্রয়েড (ডিভাইস অনুসারে পরিবর্তিত):

  • Samsung: Settings > Accessibility > Visibility Enhancements > Colour Inversion
    অথবা Settings > Theme > পছন্দসই থিম নির্বাচন করুন।
অ্যান্ড্রয়েডের স্যামসাং ডিভাইসের কনট্রাস্ট পরিবর্তন করার পদ্ধতি তিনটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে। যেখানে অ্যাক্সেসিবিলিটি, ভিজিবিলিটি এনহান্সমেন্ট ও কালার ইনভার্সন অপশনের ছবি রয়েছে।
অ্যান্ড্রয়েডের স্যামসাং ডিভাইসের কনট্রাস্ট পরিবর্তন করার পদ্ধতি তিনটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে। যেখানে অ্যাক্সেসিবিলিটি, ভিজিবিলিটি এনহান্সমেন্ট ও কালার ইনভার্সন অপশনের ছবি রয়েছে।
  • Google Pixel: Settings > Accessibility > Colour & Motion > Colour Inversion
গুগল পিক্সেলে (অ্যান্ড্রয়েড ডিভাইস) সেটিংস, অ্যাক্সেসিবিলিটি, কালার ও মোশন, কালার ইনভার্সন অপশনের মাধ্যমে কনট্রাস্ট্র পরিবর্তন করার পদ্ধতি তিনটি ছবির সাহায্যে দেখানো হয়েছে।
গুগল পিক্সেলে (অ্যান্ড্রয়েড ডিভাইস) সেটিংস, অ্যাক্সেসিবিলিটি, কালার ও মোশন, কালার ইনভার্সন অপশনের মাধ্যমে কনট্রাস্ট্র পরিবর্তন করার পদ্ধতি তিনটি ছবির সাহায্যে দেখানো হয়েছে।
  • Fire Tablet: Settings > Accessibility > Colour Inversion
অ্যান্ড্রয়েডের ফায়ার ট্যাবলেট ডিভাইসের কনট্রাস্ট্র পরিবর্তনের জন্য অ্যাক্সেসিবিলিটি ও কালার ইনভার্সন অপশন ব্যবহার করে রং পরিবর্তনের পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।
অ্যান্ড্রয়েডের ফায়ার ট্যাবলেট ডিভাইসের কনট্রাস্ট্র পরিবর্তনের জন্য অ্যাক্সেসিবিলিটি ও কালার ইনভার্সন অপশন ব্যবহার করে রং পরিবর্তনের পদ্ধতি দেখানো হয়েছে ছবিতে।        

আরও অনেক উপায় আছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটকে আরও প্রবেশগম্য করে তুলতে পারেন। আমাদের মোবাইল অ্যাপ সংক্রান্ত তথ্য পাতায় দেখুন, যেগুলো আপনার অনলাইন অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারে।

অন্যান্য প্রবেশগম্য ফিচারসমূহ

অ্যান্ড্রয়েড ও ক্রোমবুক:

iOS – অ্যাপল:

ব্রাউজারের অ্যাক্সেসিবিলিটি ফিচার

বেশিরভাগ ব্রাউজারেই আছে বিশেষ অ্যাক্সেস টুলস। নিচে কিছু জনপ্রিয় ব্রাউজারের লিংক দেওয়া হলো, যেখানে আপনি তাদের অ্যাক্সেসিবিলিটি ফিচার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন:

 আমাদের প্রবেশগম্যতার নীতিমালা এখান থেকে পড়ুন।