Date of publication
নভেম্বর 2024

এই সহায়ক প্রযুক্তিগুলো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথিবীটাকে আরো বেশি অভিগম্য করে তোলে।

কথা- স্পিচ টু টেক্সট কনভার্টার

কথা- স্পিচ টু টেক্সট কনভার্টার হচ্ছে একটি ওয়েব বেইজড এপ যা সম্প্রতি বের করা হয়েছে, এটি মুখে বলা কথাকে স্বয়ংস্ক্রিয়ভাবে লিখিত বক্তব্যে পরিনত করতে পারে।

অভিগম্য অভিধান

এটুআই এর ডিজএ্যবিলিটি ইনোভেশন ল্যাব এবং ওয়াইপিএসএ একত্রে অনলাইনে একটি অভিগম্য অভিধান তৈরি করেছেন, যার মাঝে কন্ট্রাস্ট এডজাস্টমেন্ট, স্ক্রিন রিডিং, ফন্ট ছোট-বড় করা, ম্যাগনিফাইয়ার ইত্যাদি সহ বিভিন্ন রকম এক্সেসিবিলিটি ফিচার রয়েছে।

টেক্স টু স্পিচ

এই সব টেক্স টু স্পিচ সফটওয়ারগুলো লিখিত বক্তব্যকে কথায় পরিনত করে, যা এক্সেসিবিলিটি ফিচার ছাড়া তৈরি করা ডিজিটাল কন্টেন্টগুলোকে ব্যবহারকারীদের জন্য অভিগম্য করে তোলে।

বাংলা OCR

পিডিএফ ফাইল এবং চিত্র দৃষ্টি প্রতিবন্ধী পাঠকদের জন্য অভিগম্য করতে বেশ কয়েকটি সংস্থা বাংলা OCR (অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন) সফ্টওয়্যার তৈরি করেছে।

ডিজিটাল ভয়েস এসিসট্যান্ট

এই ডিজিটাল ভয়েস এসিসট্যান্টগুলো বিভিন্ন যন্ত্রপাতি নিয়ন্ত্রনে সহায়তা করে, ইন্টারনেটে সার্চ দিতে সহায়তা করে, এবং কন্ঠস্বরের মাধ্যমে অন্য যে কোনো নির্দেশনা দিতে সহায়তা করে।

এনভিডিএ

এনভিডিএ হচ্ছে একটি স্ক্রিন রিডার যা ৫০টির ও বেশি ভিন্ন ভিন্ন ভাষায় ব্যবহারযোগ্য এবং অনেক রিফ্রেশযোগ্য ব্রেইল ডিসপ্লের ক্ষেত্রে কাজ করে থাকে।

এটা কি কাজে লাগে?

অংশীদারি


অনুরূপ সম্পদ

স্থানীয় সংবাদ

বাংলাদেশের সর্বশেষ স্থানীয় খবর পড়ুন

মোবাইল এপস

এই মোবাইল অ্যাপগুলি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইন অভিজ্ঞতা বাড়াতে সহায়তা করবে৷ এদের সবগুলোই বাংলায় পাওয়া যাচ্ছে।

সরকার, এনজিও এবং আইএনজিও-দের রিসোর্স বা সংস্থান

স্থানীয় সংস্থা,যারা আপনাকে আরো সহায়তা ও রিসোর্স/সংস্থান দিয়ে সহায়তা করতে পারবে তাদের সম্পর্কে জানুন