এটা কার জন্য উপযোগী?

প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক ও পরিচর্যাকারী, অপ্রতিবন্ধী ব্যক্তি।

প্রকাশের তারিখ
ফেব্রুয়ারী 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল, ইউকে এই্ড, গোয়াক ও নিলাম্বু

প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে তার প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা অনুযায়ী আচরণ করতে হয়। কেননা আপনার আচরণ তার কাছে স্বাভাবিক মনে নাও হতে পারে। কখনও কখনও বিষয়টি উভয়ের জন্যই বিব্রতকর হতে পারে।

যেমন, আপনি যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তির অনুমতি ছাড়া তার সহায়ক উপকরণ নড়াচড়া বা ব্যবহার করেন; কিংবা হুট করেই যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির বাহু বা হাত চেপে ধরেন, এক্ষেত্রে আপনার হঠাৎ স্পর্শ তাকে ঘাবড়ে দিতে পারে এবং তিনি অস্বস্তিবোধ করতে পারেন। তাই প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগ করার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।  

যেসব বিষয় খেয়াল রাখতে হবে:  

  • সবসময় স্থায়ী ও অস্থায়ী বাঁধার ব্যাপারে সচেতন থাকুন।
  • প্রতিবন্ধী ব্যক্তির সাথে কথা বলার সময় সরাসরি তার সাথে কথা বলুন। সেখানে কোনো দোভাষী বা সঙ্গী উপস্থিত থাকলেও সবসময় সরাসরি প্রতিবন্ধী ব্যক্তির সাথেই কথা বলুন।
  • কখনও মনে করবেন না একজন প্রতিবন্ধী ব্যক্তির আপনার সাহায্যের প্রয়োজন আাছে।  সবসময় সহযোগিতা করার পূর্বে বিনীত অনুরোধ করুন। একবার অনুরোধের পর তার প্রতিউত্তরের জন্য অপেক্ষা করুন। সে যদি আপনার সহায়তা নিতে রাজি হয় তাহলে নির্দেশনার জন্য অপেক্ষা করুন। সহযোগিতা নিতে রাজি না হলে রাগান্বিত হবেন না। কারণ অনেক প্রতিবন্ধী ব্যক্তিই নিজের কাজ নিজে করতে পছন্দ করেন।
  • এমন মনে করার কোনো কারণ নেই যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বুদ্ধিগত প্রতিবন্ধিতা রয়েছে।
  • কখনও কোনো ব্যক্তির হুইল চেয়ারে হেলান দিবেন না। হুইল চেয়ারকে প্রায়ই একজন ব্যক্তির শরীরের বাড়তি অংশ হিসেবে বিবেচনা করা হয়, সেহেতু হুইল চেয়ারে হেলান দেওয়া মানে তার শরীরে হেলান দেওয়া।
  • কোনো প্রতিবন্ধী ব্যক্তির হুইল চেয়ারের সাথে ধাক্কা খেলে অবশ্যই বিনীতভাবে দুঃখ প্রকাশ করুন। একইভাবে কোনো ব্যক্তির সাথে ধাক্কা খেলেও দুঃখ প্রকাশ করুন।
  • হুইলচেয়ারে থাকা/ বসা কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় এমনস্থানে বসুন যাতে উভয়ের চোখের সঠিক সমন্বয় হয়।
  • সহজে ভুলে যায় এমন ব্যক্তির সাথে যোগাযোগের সময় চোখে চোখ রেখে কথা বলুন। তার সাথে কথা বলার সময় ছোট বাক্য ব্যবহার করুন এবং বিস্তারিত নির্দেশনা দিন।   
  • সহায়ক উপকরণ যেমন: সাদা ছড়ি,হুইলচেয়ার, ওয়াকার, যোগাযোগ বোর্ড ইত্যাদি একজন প্রতিবন্ধী ব্যক্তির ব্যক্তিগত সম্পদ । ব্যবহারকারীর অনুমতি ছাড়া এসব নড়াচড়া করা থেকে বিরত থাকুন।
  • একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির সাথে কথা বলার পূর্বে অবশ্যই নিজের পরিচয় দিন। কথা বলা শেষে আপনার অবস্থান পরিবর্তন বা স্থান ত্যাগ করলে তাকে অবগত করুন্।
  • হাঁটার সময় কখনও একজন প্রতিবন্ধী ব্যক্তির হাত ধরবেন না। তাকে আপনার হাত ধরে চলাফেরা করতে দিন। এতে করে সে আপনার দেহের গতিবিধি সম্পর্কে ধারণা পাবে এবং সে অনুযায়ী আপনার পেছন পেছন হাঁটতে পারবে।   
  • প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে সামনে চলার সময় বিভিন্ন বাঁধা সম্পর্কে তাকে মৌখিক নির্দেশনা দিবেন কি না তা জিজ্ঞেস করুন।
  • একজন বুদ্ধি প্রতিবন্ধী বা মানসিক অসুস্থতাজনিত প্রাপ্তবয়স্ক প্রতিবন্ধী ব্যক্তির সাথে কথা বলার সময় অন্যান্য শিশুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা থেকে বিরত থাকুন। তার সাথে বয়সোপযোগী আচরণ ও ভাষা ব্যবহার করুন।
  • কখনও না বুঝেও বোঝার ভান করবেন না এবং কথা শেষ হওয়ার আগেই ‘কিছূ মনে করবেন না, এটি অত গুরুত্বপূর্ণ না’ বলে কাউকে থামিয়ে দিবেন না। কারণ আপনি যখন তাকে থামিয়ে দেন, সে মনে করে আপনি তার কথা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। একজন বাক প্রতিবন্ধী ব্যক্তির সাথে কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে তার সাথে কথা বলুন এবং তাকে বলতে দিন।  
  • প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের অনীহা প্রকাশের অন্যতম কারণ হল ‘ভয়’। ভয় ও অপরিচিত হওয়ার কারণে প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে ভুল করবেন না এবং অনিচ্ছা প্রকাশ করবেন না। এই ভয়ের কারণে আমরা তাদেরকে বাদ দেওয়ার মতো বড় ধরনের ভুল করে থাকি। ভুল করলে সেটি স্বীকার করুন এবং দুঃখ প্রকাশ করুন।   

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কেমন করে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করাবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কী?

এই পেজে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতা সম্পর্কে রয়েছে । এখানে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতার বিভিন্ন ধরন, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কারণ, রোগ নির্ণয়, লক্ষণ, এর অন্তর্নিহিত কারণ নিরাময় এবং এই পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।

শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের উপায়

যোগাযোগের একটি নতুন উপায় শিখতে শুরু করতে কখনই দেরি হয় না। বধিরতায় আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগের বিভিন্ন উপায় সন্ধান করুন।