এটা কার জন্য উপযোগী?
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক
ধাপ ১: প্রথমেই dis.gov.bd -ওয়েবসাইটে যান। “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ ২: একটি নির্দেশনা প্রম্পট আসবে। নির্দেশনাগুলো ভালো করে পড়ুন এবং নিচে “অবগত হলাম” লেখার বাম পাশের খালি বক্সে ক্লিক করে “হ্যাঁ” লেখা বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: শিশুর জন্ম নিবন্ধনে দেয়া তথ্যের সাথে মিল রেখে তথ্য দিয়ে ফরম পূরণ করুন। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই তথ্য দিতে হবে।
ধাপ ৪: ফরমের পরবর্তী পৃষ্ঠাগুলোতে শিশুর সামাজিক পুনর্বাসন, পেশা ও আয়, এবং প্রতিবন্ধিতা বিষয়ক সেকশনে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন।
ধাপ ৫: আপনার স্বাক্ষর স্ক্যান করে তা আপলোড করুন। ফরম দাখিল করুন।
ধাপ ৬: অনলাইনে ফরম জমাদানের পর প্রাপ্তি স্বীকার ও একটি ফরম নাম্বার পাবেন। নিচে “অনুলিপি ডাউনলোড করুন” লেখা বাটনে ক্লিক করে পূরন করা ফরমটি ডাউনলোড করতে পারবেন।
ধাপ ৭: দাখিলকৃত ফরমের অনুলিপি প্রিন্ট করে তা আপনার এলাকার সমাজসেবা কার্যালয়ে জমা দেবেন। সেই সাথে নিচের ডকুমেন্টগুলো দরকার হবে-
- প্রতিবন্ধী সনদের জন্য সিভিল সার্জনের বরাবর আবেদনপত্র
- চেয়ারম্যান/ কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্ব সনদের মূল কপি
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- শিশুর জন্ম নিবন্ধনপত্রের কপি
ধাপ ৮: সমাজসেবা কার্যালয় আপনার আবেদন পেয়ে ডাক্তারি পরীক্ষার জন্য একটি সময় নির্ধারণ করে দিবে, সেই সময়ে আবেদন ফরমের অনুলিপির প্রিন্ট করা কপি নিয়ে শিশুর ডাক্তারি পরীক্ষা করাতে যেতে হবে।
ধাপ ৯: পরবর্তীতে পরিচয়পত্র প্রস্তুত হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। তখন সমাজসেবা কার্যালয়ে গিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে ।