এটা কার জন্য উপযোগী?
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক, শিক্ষক, এলাকাবাসী/জনগণ, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু ও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের সাথে কাজ করছে এমন সংস্থা বা ব্যক্তি
শিশু এবং ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সুরক্ষা বলতে বোঝায় বিভিন্ন ধরনের নির্যাতন থেকে তাদের সুরক্ষা প্রদান করা—যেমন শারীরিক, মানসিক, যৌন, অবহেলা এবং শোষণ—যা তাদের শারীরিক ও মানসিক উন্নয়নকে ক্ষতিগ্রস্থ করে। সুরক্ষা কার্যক্রমে শারীরিক বা মানসিক ক্ষতি, অযাচিত যৌনকর্মকান্ড এবং শোষণ ও অবহেলা থেকে রক্ষা করা, এবং সকল ব্যক্তির প্রতি সম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়। যে কোনো সংস্থার কর্মচারীদের নির্যাতন প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং এর কোনো লক্ষণ দেখা দিলে ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে (যেমন অভিযোগ বাক্স, ইমেল, বা ফোন) রিপোর্ট করতে হবে। তাত্ক্ষণিক সহায়তার জন্য নির্দিষ্ট হেল্পলাইন রয়েছে যা জরুরি অবস্থায় ব্যবহার করতে হবে। এই পোস্টারটি বাংলাদেশের প্রেক্ষাপটে এই সকল বিষয়ে জনসচেতনতা বাড়াতে সহায়তা করবে।