এটা কার জন্য উপযোগী?
শিক্ষক,শিক্ষা পেশাজীবী
একীভূত শিক্ষা নিয়ে সিডিডির বহু বছরের অভিজ্ঞতার ফসল হিসেবে পাওয়া কিছু কার্যকর শিক্ষা সহায়ক উপকরণ; যা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্লাসরুমে অন্তর্ভুক্ত করতে সহায়তা করে, সেগুলো একত্রিত করে তৈরি করা হয়েছে এই বিকাশ বক্স। এই বক্সটি সিডিডি থেকে বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়েছে এবং ব্যবহারের পর শিক্ষকরা উপকরণগুলো খুবই কার্যকর বলে মতামত প্রদান করেছেন। সেনস ইন্টারন্যাশনালের সহায়তায় ২০২৪ সালে ৯ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিকাশ বক্স প্রদান করা হয়েছে।
বিকাশ বক্সের বেশিরভাগ উপকরণই স্থানীয়ভাবে জোগাড় করা যাবে, কিছু বিশেষ জিনিস, যেমন ব্রেইল উপকরণ, ইশারা ভাষার বই, শ্রবণ যন্ত্র ব্যবহার নির্দেশিকা ইত্যাদি স্থানীয়ভাবে পাওয়া না গেলে সিডিডির সাথে যোগাযোগ করতে পারেন।
উপকরণের তালিকা:
- শ্রবণ যন্ত্র ব্যবহার নির্দেশিকা
- ইশারা ভাষার বর্ণমালা পোস্টার
- নব পাজল (Knob Puzzle)
- ভেলক্রো স্ট্যান্ড
- ব্রেইল বর্ণমালার চার্ট
- ব্রেইল স্লেট ও স্টাইলাস
- টেইলর ফ্রেম ও ডাইস
- শেইপ ও কালার ট্রেন
- পিকচার পাজল বোর্ড
- ম্যাগনিফাইয়িং গ্লাস
- স্ক্র্যাপ বুক
- ফাইন ম্যানিপুলেশন বোর্ড
- আলো বল
- শব্দ বল
- রিং ফ্রেম
- ঝুনঝুনি
- এ্যাবাকাস
উপরের উপরকণগুলো ছাড়াও শিশুর বয়স ও প্রয়োজনের উপর ভিত্তি করে শিশুতোষ ছড়া ও গল্পের বই, স্পর্শ ভাষার বই, রিডিং স্ট্যান্ড, বিভিন্ন ফলের মডেল ইত্যাদি যোগ করা যায়। সবগুলো উপরকণ এক করে একটি কনটেইনার বা সিন্দুকে সংরক্ষণ করতে পারেন।
শ্রবণ যন্ত্র ব্যবহার নির্দেশিকা
কীভাবে ব্যবহার করবেন?
শিক্ষকগণ নির্দেশিকাটি পড়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু এবং তাদের অভিভাবকদের শ্রবণযন্ত্রের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও উপকারিতা সম্পর্কে সচতন করে তুলতে পারবেন এবং কোন সহযোগিতার প্রয়োজন হলে তাও করতে পারবেন।
কেন ব্যবহার করবেন?
এই সহায়ক বই অনুসরণ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শ্রবণযন্ত্র ব্যবহারের নির্দেশনা প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা করতে শিক্ষকদের সুবিধা হবে।
ইশারা ভাষার বর্ণমালা পোস্টার
কীভাবে ব্যবহার করবেন?
শিক্ষকগণ ইশারা ভাষার বর্ণমালার তালিকা শ্রেণিকক্ষে প্রদর্শন করবেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ইংরেজি বর্ণমালা শিখতে সহায়তা করবেন।
কেন ব্যবহার করবেন?
এই তালিকা অনুসরণ করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা ইশারা ভাষা ব্যবহার করে ইংরেজি বর্ণমালা ও সংখ্যা শিখবে।
নব পাজল (Knob Puzzle)
বড় কাঠের বোর্ডে বারোটি কাঠের টুকরোর আকৃতি অনুযায়ী ঘর খোদাই করা থাকে। শিশুরা নব ধরে প্রজোয্য ঘরে সেই আকৃতির কাঠের টুকরো বসাবে এবং তুলে ফেলবে।
কেন ব্যবহার করবেন?
বড় কাঠের বোর্ডে বারোটি কাঠের টুকরোর আকৃতি অনুযায়ী ঘর খোদাই করা থাকে। শিশুরা নব ধরে প্রজোয্য ঘরে সেই আকৃতির কাঠের টুকরো বসাবে এবং তুলে ফেলবে।
কেন ব্যবহার করবেন?
দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কাঠের টুকরোগুলোর আকৃতি স্পর্শ করে বারোটি আকৃতি সম্পর্কে ধারণা পাবে। উজ্জ্বল রঙ থাকার কারণে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশুরাও বারোটি আকৃতি বুঝতে পারবে। বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মনোযোগ ধরে রাখতে এবং শারীরিক প্রতিবন্ধী শিশুদের চোখ ও হাতের সমন্বয় বৃদ্ধির জন্য এই পাজলটি খুবই উপযোগী। সার্বিকভাবে বুদ্ধিমত্তার বিকাশ, আঙ্গুলসহ হাত ব্যবহারের দক্ষতা বৃদ্ধিতে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে এই পাজলটি সহায়ক ভূমিকা পালন করে।
ভেলক্রো স্ট্যান্ড
কীভাবে ব্যবহার করবেন?
এটি একটি কাঠের তৈরী বোর্ড যাতে ছয়টি বিভিন্ন রঙের, আকৃতির এবং পুরুত্ব অনুযায়ী কাঠের টুকরো বা স্ট্যান্ড আছে যা সহজেই খুলে ফেলা বা লাগানো যায়। বোর্ডে এবং প্রতিটি স্ট্যান্ডের শেষে হুক ও লুপ লাগানো আছে। প্রতিবন্ধী শিশুরা স্ট্যান্ডগুলো ধরে স্পর্শ করে আকৃতি, পুরুত্ব বা উচ্চতার পার্থক্য অনুধাবন করে যথা স্থানে সংযুক্ত ও বিযুক্ত করবে।
কেন ব্যবহার করবেন?
চোখ ও হাতের সমন্বয়, হাতের পেশি নিয়ন্ত্রণে আনতে, মনোযোগ বৃদ্ধি করতে, রঙ চেনাতে, মোটা, চিকন, আকৃতির বিভিন্নতা ইত্যদি সম্পর্কে ধারণা দিতে ও শিশুদের সমস্যা সমাধান করার দক্ষতা বৃদ্ধিতে ভেলক্রো স্ট্যান্ডটি সহায়ক ভূমিকা পালন করবে।
ব্রেইল বর্ণমালার চার্ট
কীভাবে ব্যবহার করবেন?
শিক্ষকগণ ব্রেইল বর্ণমালার ছবিগুলো দেখে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ইংরেজি বর্ণমালা শিখতে সহায়তা করবেন।
কেন ব্যবহার করবেন?
এই তালিকা অনুসরণ করে দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষীণ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ব্রেইল শিখতে সহায়তা করবেন।
ব্রেইল স্লেট ও স্টাইলাস
কীভাবে ব্যবহার করবেন?
স্লেটের ভিতরে ভারি সাদা কাগজ (আর্ট পেপার) দিয়ে তার উপরে স্টাইলাস বা পিন দিয়ে বর্ণমালা লেখার জন্য প্রয়োজনীয় সংখ্যক ডট ছিদ্র করবে। এভাবে লিখার পরে কাগজটি বের করে এনে স্পর্শ করে লিখাগুলো শিশুরা পড়বে।
কেন ব্যবহার করবেন?
দৃষ্টি প্রতিবন্ধী ও প্রয়োজনীয় ক্ষেত্রে ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশুরা ব্রেইল স্লেট ও স্টাইলাস দিয়ে ব্রেসইল পদ্ধতিতে লিখতে শেখার ক্ষেত্রে সহায়তা করবে।
টেইলর ফ্রেম ও ডাইস
কীভাবে ব্যবহার করবেন?
টেইলর ফ্রেমে অসংখ্য ছিদ্র আছে যাতে ডাইস বসিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশুরা স্পর্শ করে যে কোন গাণিতিক সমস্যা সমাধান করা শিখতে পারবে। অন্য শিশুরাও তাদের সাথে এটি ব্যবহার করে সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখতে পারবে।
কেন ব্যবহার করবেন?
এটি ব্যবহারের মাধ্যমে সূক্ষ্ম ও স্থূল পেশীর সমন্বয় সাধন হবে, গণনা ও গাণিতিক দক্ষতার ও যুক্তিশক্তির বিকাশ হবে।
শেইপ ও কালার ট্রেন
কীভাবে ব্যবহার করবেন?
এটি কাঠের তৈরী একটি ট্রেন যাতে বিভিন্ন শেপের কাঠের টুকরো আলাদা ভাবে বসানো যায় এবং সম্পূর্ণ ট্রেনকে দড়ি ধরে টেনে ঘুরানো যায়। ট্রেনের একেকটি বগিতে একেক আকৃতির কাঠের টুকরো প্রবেশ করানো যায়।
কেন ব্যবহার করবেন?
সূক্ষ্ম ও স্থূল পেশীর সমন্বয় এবং হাত ও চোখের সমন্বয় সাধন, সৃজনশীল খেলার দক্ষতা, আকৃতি চেনা, আকৃতি অনুযায়ী আলাদা করার ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করতে হবে।
পিকচার পাজল বোর্ড
কীভাবে ব্যবহার করবেন?
একটি বোর্ডে বিভিন্ন পশু, পাখি, ফল, ফুল বা অন্য যে কোন কিছু সম্পূর্ণ ছবি পাজল হিসেবে দেয়া থাকে। পাজলের টুকরো মিলিয়ে পুরো ছবিটি তৈরি করা হয়।
কেন ব্যবহার করবেন?
শারীরিক প্রতিবন্ধী শিশুদের চোখ ও হাতের সমন্বয়, হাতের পেশি নিয়ন্ত্রণে আনতে; বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মনোযোগ বৃদ্ধি করতে; দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন জিনিসের আকৃতির সম্পর্কে ধারণা দিতে পিকচার পাজল বোর্ড ব্যবহার করা হয়
ম্যাগনিফাইয়িং গ্লাস
কীভাবে ব্যবহার করবেন?
ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশুরা ম্যাগনিফাইয়িং গ্লাসটি ব্যবহার করে পাঠ্যবইয়ের লেখাগুলো অপেক্ষাকৃত বড় আকৃতিতে দেখে পড়তে পারবে।
কেন ব্যবহার করবেন?
এই যন্ত্রের মাধ্যমে যেহেতু ছোট জিনিসকে বড় করে দেখা সম্ভব তাই ক্ষীণ দৃষ্টিসম্পন্ন শিশুরা এর মাধ্যমে সহজে পড়তে পারে।
স্ক্র্যাপ বুক
কীভাবে ব্যবহার করবেন?
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য ফুল, পাতা বা অন্য যে কোন কিছু স্ক্র্যাপবুকে লাগিয়ে সংরক্ষণ করা যায়, যাতে তা ধরে বুঝতে পারে। অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে বিভিন্ন ছবি লাগিয়ে রাখা যায় এবং তা থেকে শেখানো যায়।
কেন ব্যবহার করবেন?
দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এটি ব্রেইল শিখানোর পূর্বে শিশুর আঙ্গুলের সংবেদনশীলতা তৈরিতে সহায়তা করবে। যেসব প্রতিবন্ধী শিশুদের যোগাযোগের সমস্যা রয়েছে তাদের জন্য ছবি সংযোজন করে যোগযোগে সহায়ক ভূমিকা পালন করতে পারে এই স্ক্র্যাপবুকটি।
ফাইন ম্যানিপুলেশন বোর্ড
কীভাবে ব্যবহার করবেন?
একটি বোর্ডে ৫ টি বিভিন্ন রঙের স্তম্ভ থাকে, যেখানে বিভিন্ন আকৃতির ব্লককে বিভিন্ন কৌশলের মাধ্যমে স্তম্ভে প্রবেশ বা বের করে আনা হয়। কিছু ব্লককে নির্দিষ্ট কিছু আকৃতি কেটে রাখা থাকে আবার কিছু ব্লককে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে বোডের স্তম্ভে প্রবেশ করানো হয়ে থাকে। স্তম্ভ ও ব্লক খুব উজ্জ্বল রঙ এর হয়ে থাকে। শিশু তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা দিয়ে ব্লকগুলো স্তম্ভে প্রবেশ ও বের করে নিতে পারবে। এছাড়া ব্লকগুলো বিভিন্ন জ্যামিতিক আকৃতিতে থাকে যা থেকে শিশুরা শিখতে পারে।
কেন ব্যবহার করবেন?
শারীরিক প্রতিবন্ধী শিশুদের চোখ ও হাতের সমন্বয়, হাতের পেশি নিয়ন্ত্রণে আনতে; বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মনোযোগ বৃদ্ধি করতে, রঙের ধারণা দেয়া; অন্যান্য শিশুদের আকৃতির বিভিন্নতা, একই আকৃতির টুকরোগুলোকে একসাথে করা ও যথাস্থানে সাজানো ইত্যাদি সম্পর্কে ধারণা দিতে রাউন্ড স্টিক ব্যবহার করা হয়। এ ছাড়া এটি শিশুদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
আলো বল
কীভাবে ব্যবহার করবেন?
বলটি জোরে ছুঁড়ে মারলে আলো দেখা যায় ও বিভিন্ন আলোর প্রদর্শন হতে থাকে। তখন এই বল দিয়ে বিভিন্ন খেলা খেলানো যায়।
কেন ব্যবহার করবেন?
উজ্জ্বল আলোকে লক্ষ্য করে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিশুরা এই বল দিয়ে সহজে খেলতে পারবে। বিভিন্ন আলোর প্রদর্শনীর জন্য এটি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মনোযোগ আকর্ষণ করাটা সহজ হয়। অটিজম শিশুদের ইন্দ্রীয়গত সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করে।
শব্দ বল
কীভাবে ব্যবহার করবেন?
বলটি জোরে ছুঁড়ে মারলে শব্দ তৈরী হয়। তখন এই বল দিয়ে বিভিন্ন খেলা খেলানো যায়।
কেন ব্যবহার করবেন?
শব্দ লক্ষ্য করে দৃষ্টি প্রতিবন্ধী ও ক্ষীণ দৃষ্টি সম্পন্ন শিশুরা এই বল দিয়ে সহজে খেলতে পারবে। শব্দের জন্য এটি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মনোযোগ আকর্ষণ করাও সহজ হয়।
রিং ফ্রেম
কীভাবে ব্যবহার করবেন?
এতে একটি লম্বা স্ট্যান্ড ও কতিপয় রিং থাকে। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে রিং ছুঁড়ে মারা হবে এবং সেই রিং স্ট্যান্ডে প্রবেশ করাতে হবে।
কেন ব্যবহার করবেন?
শারীরিক প্রতিবন্ধী শিশুদের নড়াচড়া করার দক্ষতা বিকাশের জন্য; বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জ্ঞানীয় বিকাশ সাধনের জন্য রিং ফ্রেম ব্যবহার করা যাবে। এছাড়াও অটিজম সম্পন্ন শিশুদের মনোসংযোগ বৃদ্ধিতে ও হাত এবং চোখের সমন্বয় সৃষ্টিতে সহায়তা করে।
ঝুনঝুনি
কীভাবে ব্যবহার করবেন?
এটি এমন একটি খেলনা যা থেকে শব্দ উৎপন্ন হয়। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের আওয়াজের প্রতি মনোযোগ আকর্ষনের জন্য এটি ব্যবহার করা যেতে পারে। শিক্ষক শ্রেণিতে কোন খেলা করানোর শুরুতে বা শেষে ঝুনঝুনি ব্যবহার করতে পারেন। এছাড়া লেখা বা কোন বিশেষ কার্যক্রম করানোর শুরুতে বা শেষে ঝুনঝুনি বাজিয়েও করা যায়। এতে প্রতিবন্ধী শিশুদের পাঠে মনোযোগ বৃদ্ধি পাবে।
কেন ব্যবহার করবেন?
শিশুরা আওয়াজের উৎস সম্পর্কে শিখতে পারবে, মনোযোগী হতে সাহায্য করবে, আওয়াজের দিক শনাক্ত করতে পারবে ও উদ্দীপনা বাড়াবে।
কেন ব্যবহার করবেন?
এটি হালকা, সুরক্ষিত ও স্বচ্ছ এবং সহজে বহনযোগ্য। তাই এর ভেতরে সব আইটেম রাখা হলে সহজে নষ্ট হবে না ও সুরক্ষিত অবস্থায় থাকবে।
এ্যাবাকাস
কীভাবে ব্যবহার করবেন?
একটি বাক্সে ১৫টি কাঠি সমান্তরালভাবে আটকানো এবং প্রতিটি কাঠিতে ৫টি করে পুঁতি থাকবে। এভাবে পুঁতির মোট ১৫ টি কলাম এবং ৫ টি রো হবে। একটি আড়াআড়ি কাঠির দ্বারা ১টি পুঁতি বা একটি কলাম আলাদা থাকবে। উপরের আলাদা থাকা পুঁতির প্রতিটির মান-৫ এবং নিচের প্রতিটি পুঁতির মান -১। একটি পুঁতি উপর থেকে নিচে এনে ১, ২, ৩, ৪, ৫ এভাবে গণনা করা যায়। এভাবে পুতিগুলো উপর নীচ করে যোগ, বিয়োগ, গুন, ভাগ করা যাবে
কেন ব্যবহার করবেন?
দৃষ্টি প্রতিবন্ধী শিশু সহ অন্যান্য প্রতিবন্ধী শিশুদের এ্যাবাকাস ব্যবহার করে সংখ্যার ধারণা, সংখ্যা গণনা, যোগ বিয়োগ গুণ ভাগ প্রভৃতির ধারণা দেয়া যাবে।