এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী তরুণ ও অন্যান্য যারা নিজের অধিকার আদায়ে অ্যাডভোকেসি করতে চান।

প্রকাশের তারিখ
ডিসেম্বর 2024
তৈরি করা হয়েছে
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল

অ্যাডভোকেসি 

অ্যাডভোকেসি হচ্ছে অধিকার আদায়, ইতিবাচক পরিবর্তন বা সমস্যা সমাধানের লক্ষ্যে নীতিমালা বা জনমত প্রভাবিত করার জন্য যুক্তিসঙ্গত কথা বলা, সচেতনতা সৃষ্টি করা এবং সমাধানের জন্য সুপারিশ প্রদান করা।   

অ্যাডভোকেসি নিজের জন্য বা অন্য কারো জন্য করা যায়, তবে একা একা অ্যাডভোকেসি করার চেয়ে দলগত অ্যাডভোকেসি বেশি কার্যকর। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী তরুণেরা নিজেদের অধিকার আদায়ে এবং বিদ্যমান সুযোগ সুবিধা পাবার জন্য অ্যাডভোকেসি করতে পারে। এক্ষেত্রে স্টেকহোল্ডার বা অংশীজন হতে পারে সরকারী কর্মকর্তা, বিদ্যালয় বা প্রশিক্ষণকেন্দ্রের কর্তৃপক্ষ,সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ বা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।  

এই রিসোর্সটির মাধ্যমে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী তরুণরা সহ অন্যান্যরাও অ্যাডভোকেসির সাধারণ কিছু ধাপ সম্পর্কে জানতে পারবেন।  

তবে মনে রাখতে হবে, ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য অ্যাডভোকেসির পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে। 

অ্যাডভোকেসি কিভাবে করবো?  

  • প্রতিটি বিষয়ের এ্যাডভোকেসির ধরন আলাদা হয়। কিছু সাধারন ধাপ সম্পর্কে জানা থাকলে সে অনুযায়ী অ্যাডভোকেসি করতে করতে নিজেই বাকিটা শিখে ফেলা যায়।   
  • প্রথমেই তোমাকে জানতে হবে তুমি কোন কোন বিষয়ে অ্যাডভোকেসি করতে চাও। অর্থাৎ সমস্যাটা কী এবং সমাধান কী হতে পারে। 
  • সমাধান কী হবে সেটা বোঝার জন্য তোমার একটু পড়ালেখা করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, ইউএনসিআরপিডি এবং স্থানীয় নীতিমালা সম্পর্কে জানতে হবে। সেই সাথে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতে পারো। যেমন এ্যাডভোকেসি সম্পর্কে জানার জন্য আমার কাছে এসেছো।  
  • তারপর অ্যাডভোকেসির মূল উদ্দেশ্য কী সেটা ঠিক করতে হবে। উদ্দেশ্য অর্জনের জন্য স্পষ্ট বার্তা তৈরি করতে হবে। 
  • লক্ষ্য অর্জনে কে কে সহায়তা করতে পারবে, কাদের সাথে অ্যাডভোকেসি করতে চাও সেটা ঠিক করতে হবে। অর্থাৎ  স্টেকহোল্ডার বা অংশীজন চিহ্নিত  করতে হবে।  
  • ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। সেই ধাপগুলো নির্ধারণ করতে হবে। কত সময়ের মাঝে কতটুকু এগিয়ে যেতে চাও তা ঠিক করতে হবে। 
  • এসব কাজ করতে তোমার টাকার প্রয়োজন হতে পারে। কোন কাজের জন্য কেমন ব্যয় হবে এবং কী ধরনের রিসোর্স লাগবে সেটা ঠিক করে নেয়াটা গুরুত্বপূর্ণ। 
  • এরপর সবার মাঝে কাজ ভাগ করে দেবে। কে কী করবে, কার সাথে কে দেখা করবে এবং কে ফলো-আপ করবে সব ঠিক করে নিতে হবে। 
  • কাজ ঠিকমত আগাচ্ছে কী না, স্টেকহোল্ডাররা আশানুরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে কী না, এগুলো খেয়াল করতে হবে। প্রয়োজনে কৌশল পরিবর্তন করতে হবে। আশা করা যায় এভাবে এগিয়ে গেলে ভালো একটা ফল আসবে। 
  • ফলাফল পাবার পর অ্যাডভোকেসির সাফল্য, ব্যর্থতা, বাধা-বিপত্তি সব যাচাই করে বুঝে নিতে হবে কোন কৌশল কার্যকর এবং কোনটি নয়। এই শিখনফল পরের অ্যাডভোকেসি আরো ভালো করতে সাহায্য করবে। 
  • সারা পৃথিবী,  এমনকি বাংলাদেশেই অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি অ্যাডভোকেসির মাধ্যমে তাদের প্রাপ্য অধিকার বুঝে নিচ্ছে। লেগে থাকলে তোমরাও পারবে। প্রয়োজন একটু দক্ষতা আর অনেকটা আত্নবিশ্বাস।  

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যেসব শিষ্টাচার মেনে চলবেন

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কেমন করে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করাবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কী?

এই পেজে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতা সম্পর্কে রয়েছে । এখানে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতার বিভিন্ন ধরন, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কারণ, রোগ নির্ণয়, লক্ষণ, এর অন্তর্নিহিত কারণ নিরাময় এবং এই পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।