এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক ও পরিবার।

প্রকাশের তারিখ
ফেব্রুয়ারী 2025
তৈরি করা হয়েছে
Sense UK

এই পেজে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতা সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। এখানে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতার বিভিন্ন ধরন, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কারণ, রোগ নির্ণয়, লক্ষণ, নিরাময় এবং এই পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।

এই পাতায়:

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা একটি স্বতন্ত্র প্রতিবন্ধিতা হলেও বিশ্বের বিভিন্ন দেশে বিষয়টি এখনও স্বীকৃত নয়।

একইসাথে দেখতে ও শুনতে সমস্যা হলে তাকে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বলে। একজন ব্যক্তির প্রাত্যহিক জীবন, তথ্যের অভিগম্যতা, অন্যদের সাথে যোগাযোগ করা এবং নিজের কাজ নিজে করার ক্ষেত্রে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা ব্যাপক প্রভাব ফেলে।      

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা মানে এই নয় যে, আপনি পুরোপুরি দেখতে বা শুনতে পাবেন না বেশিরভাগ শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী মানুষের কিছুটা দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি থাকে।

তবে দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি ক্ষীণ হলেও আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন।  কারণ দৃষ্টি ও শ্রবণশক্তি উভয়ই কমে যাওয়া আপনার ওপর প্রভাব ফেলবে।

ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড’র মতে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা এমন একটি অবস্থার সমন্বয় যেখানে দৃষ্টি ও শ্রবণশক্তি উভয়ই এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেখানে এসব ইন্দ্রিয়ের ঘাটতি পূরণ করা কঠিন হয়ে পড়ে। তবে দেশভেদে এর আইনী সংজ্ঞা ভিন্ন হতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কাদের থাকতে পারে?

শিশু, তরুণসহ সকল বয়সের মানুষেরই শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা থাকতে পারে। এটি বয়স্ক ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টি ও শ্রবণশক্তি স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে যায়।

গবেষণায় দেখা গেছে যে, পৃথিবীর মোট জনসংখ্যার ০.২ শতাংশ মানুষ গুরুতর শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছে। এছাড়া আরও ২ শতাংশ মানুষ মৃদু শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছে।*

এর মানে পৃথিবীতে প্রায় ১৬০ মিলিয়ন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে।  

(ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড (২০২৩) দ্য সেকেন্ড গ্লোবাল রিপোর্ট অন দ্য সিচুয়েশন অব পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস: গুড প্র্যাকটিসেস অ্যান্ড রিকমেন্ডেশনস ফর দ্য ইনক্লুশন অব পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস, মার্চ ২০২৩);

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার ধরন

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা প্রধানত দুই ধরনের।

জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা

জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বলতে বুঝায়, জন্ম থেকেই আপনি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী অথবা জীবনের প্রথম দুই বছরের মধ্যেই বিষয়টি আপনার মধ্যে দৃশ্যমান হয়। 

অর্জিত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা

অর্জিত বা দুর্ঘটনাজনিত শ্রবণদৃষ্টিপ্রতিবন্ধিতা মানে জীবনের পরবর্তী সময়ে দৃষ্টি ও শ্রবণ শক্তি হারানো। যে কেউ যেকোনো সময় অসুস্থতা, দুর্ঘটনা বা বার্ধক্যের কারণে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতায় আক্রান্ত হতে পারে।

কখনো কখনো, আপনি কেবল শ্রবণ প্রতিবন্ধিতা বা দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করতে পারেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আপনার অন্যান্য ইন্দ্রিয়ও পরিবর্তিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার অন্যান্য নাম

  • দ্বৈত ইন্দ্রিয় প্রতিবন্ধিতা
  • বহুমাত্রিক প্রতিবন্ধিতা

অনেক মানুষ এই শব্দগুলো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার সমার্থক হিসেবে ব্যবহার করে। অনেকে অত্যন্ত গুরুতর দৃষ্টি ও শ্রবণ সমস্যা বর্ণনা করতে “শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা” শব্দটি ব্যবহার করেন।

আবার অনেকে “দ্বৈত ইন্দ্রিয়গত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা” শব্দটি ব্যবহার করতে পছন্দ করেন কারণ তারা মনে করেন এটি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী তা হওয়ার অনুভূতিকে আরও সঠিকভাবে বর্ণনা করে।

এছাড়াও অনেকে মনে করেন “বহুমাত্রিক- প্রতিবন্ধিতা” শব্দটি আরও সঠিক।

কারণ এটি মূলত আপনার চোখ ও কানের কার্যক্রমের ওপর নয় বরং আপনার চোখ ও কান থেকে প্রাপ্ত তথ্য মস্তিষ্ক যেভাবে গ্রহণ করে সে অনুযায়ী আপনি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাকে সংজ্ঞায়িত করে থাকেন। এতে স্পর্শ, স্বাদ বা ঘ্রাণের মতো অন্যান্য ইন্দ্রিয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার কারণগুলো কী কী?

জন্মগত ও দুর্ঘটনাজনিত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার অনেক কারণ রয়েছে।

জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার কারণসমূহ

নিম্নোল্লিখিত কারণে জন্মগত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা হতে পারে:

  • সময়ের পূর্বে জন্মগ্রহণজনিত সমস্যা – ৩৭ সপ্তাহের আগে জন্ম নেওয়া।
  • গর্ভাবস্থায় শিশুর মধ্যে রুবেলা,  টক্সোপ্লাজমোসিস বা সাইটোমেগালোভাইরাসের মতো বিভিন্ন সংক্রমণ ।
  • পুষ্টিহীনতা ও ট্রমাসহ গর্ভাবস্থা ও জন্মের সময় চিকিৎসা সংক্রান্ত জটিলতা 
  • চার্জ সিন্ড্রোম বা ডাউন সিনড্রোমের মতো জ্বিনগত সমস্যা।
  • সেরেব্রাল পলসি – মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের একটি সমস্যা, যা মূলত একজন ব্যক্তির নড়াচড়া সমন্বয় করার প্রক্রিয়ায় ক্ষতি সাধন  করে।
  • ফিটাল অ্যালকোহল সিন্ড্রোম –গর্ভাবস্থায় অ্যালকোহল পান করার কারণে স্বাস্থ্য সমস্যা।

অর্জিত বা দুর্ঘটনাজনিত  শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা

নিম্নোল্লিখিত কারণে অর্জিত বা দুর্ঘটনাজনিত  শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা হতে পারে:

  • বয়সজনিত কারণে শ্রবণশক্তি হ্রাস
  • আশার সিনড্রোম – একটি জিনগত রোগ যা শ্রবণ, দৃষ্টি ও ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করে।
  • ম্যাকুলার ডিজেনারেশন, ছানি ও গ্লোকোমার মতো বয়সজনিত চোখের সমস্যা।
  • ডায়াবেটিক রেটিনোপ্যাথি –  হাই ব্লাড স্যুগারের কারণে চোখের পেছনের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়।
  • মেনিনজাইটিস, এনকেফালাইটিস ও স্ট্রোকজনিত মস্তিষ্কের ক্ষতিগ্রস্ততা।
  • মস্তিষ্কে জটিল ম্যালেরিয়া

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতার লক্ষণ চিহ্নিতকরণ

শ্রবণশক্তি হ্রাসের কিছু সাধারণ লক্ষণ হল:

  • পেছন থেকে কেউ কথা বললে শুনতে না পাওয়া।
  • শব্দ শুনতে না পাওয়া বা কারও আগমণ সম্পর্কে অবগত না হওয়ার কারণে হঠাৎ চমকে ওঠা।
  • টেলিভিশন, রেডিও বা মোবাইল ফোনের শব্দের ভলিউম বাড়ানোর প্রয়োজন হয়।
  • অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে জবাব দেওয়ার সময় দেরী হওয়া।

দৃষ্টিশক্তি হ্রাসের কিছু সাধারণ লক্ষণ:

  • কম আলো বা উজ্জ্বল আলোতে স্পষ্টভাবে দেখতে না পাওয়া।
  • পরিচিত মানুষদের চিনতে অসুবিধা হওয়া, বিশেষ করে অপ্রত্যাশিত পরিস্থিতিতে।
  • কোনো কিছূ খুঁজে পাওয়ার ক্ষেত্রে স্পর্শশক্তির ওপর আগের চেয়ে বেশি নির্ভর করা। 
  • বই, সংবাদপত্র বা মোবাইল ফোন মুখের কাছে ধরা বা টেলিভিশনের কাছে বসে দেখার প্রয়োজন অনুভব করা।

যদি ইতোমধ্যে আপনার / শ্রবণ প্রতিবন্ধিতা থাকে এবং  আপনি শ্রবণযন্ত্র বা ইশারা ভাষা ব্যবহার করেন, তাহলে এর পাশাপাশি  আপনার চোখের যত্ন নিন। দৃষ্টিজনিত সমস্যা দেখা দেওয়ার লক্ষণগুলো খেয়াল করুন। চোখের পরীক্ষা করাতে একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছ থেকে সহায়তা নিন এবং নিয়মিত চোখের পরীক্ষা করুন।  

যদি ইতোমধ্যে আপনার দৃষ্টি প্রতিবন্ধিতা থাকে এবং আপনি চশমা   এবং গ্লোকোমা বা ক্যাটারাক্টের মতো পরিস্থিতিতে চলাচলের জন্য লাঠি  বা ছড়ি ব্যবহার করেন , তবে এর পাশাপাশি আপনার কানের যত্ন নিন। শ্রবণজনিত সমস্যা দেখা দেওয়ার লক্ষণগুলো খেয়াল করুন। শ্রবণশক্তি পরীক্ষা করাতে একজন শ্রবণ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিয়মিত শ্রবণশক্তি পরীক্ষা করুন।

যদি উপরোক্ত কোনো লক্ষণ দেখতে পান, তবে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে পরামর্শ করুন।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা শনাক্ত হওয়ার সাথে সাথে যদি চিকিৎসা শুরু করার সুযোগ থাকে তবে দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে শ্রবণশক্তি দ্রুত উন্নত করা সম্ভব হয়। এটি বিশেষ করে শিশু ও কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের যোগাযোগসহ অন্যান্য দক্ষতার বিকাশ দ্রুত হয়।

এই তথ্যগুলো যুক্তরাজ্যের একটি শীর্ষস্থানীয় প্রতিবন্ধী দাতব্য সংস্থা সেন্স কতৃ্ক প্রস্তুতকৃত। সেন্স শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাসহ গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান করে থাকে

আন্তর্জাতিক দর্শকের জন্য সম্পাদিত (২০২৪)

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু যাতে নিজেই খাবার খেতে পারে সেটি কিভাবে শেখাব?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু কীভাবে নিজেই খাবার খেতে পারা শিখবে সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

কোন বয়স থেকে আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে টয়লেট ব্যবহার করা শেখানো শুরু করবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর টয়লেট ব্যবহার করা শেখানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যেসব শিষ্টাচার মেনে চলবেন

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে তথ্য দিয়ে থাকে।