এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক

প্রকাশের তারিখ
নভেম্বর 2024
তৈরি করা হয়েছে
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল

ধাপ ১:  প্রথমেই dis.gov.bd -ওয়েবসাইটে যান। “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।  

ধাপ ২:  একটি নির্দেশনা প্রম্পট আসবে। নির্দেশনাগুলো ভালো করে পড়ুন এবং নিচে “অবগত হলাম” লেখার বাম পাশের খালি বক্সে ক্লিক করে “হ্যাঁ” লেখা বাটনে ক্লিক করুন। 

ধাপ ৩: শিশুর জন্ম নিবন্ধনে দেয়া তথ্যের সাথে মিল রেখে তথ্য দিয়ে ফরম পূরণ করুন। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই তথ্য দিতে হবে।  

ধাপ ৪: ফরমের পরবর্তী পৃষ্ঠাগুলোতে শিশুর সামাজিক পুনর্বাসন, পেশা ও আয়, এবং প্রতিবন্ধিতা বিষয়ক সেকশনে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন।  

ধাপ ৫: আপনার স্বাক্ষর স্ক্যান করে তা আপলোড করুন। ফরম দাখিল করুন।  

ধাপ ৬: অনলাইনে ফরম জমাদানের পর প্রাপ্তি স্বীকার ও একটি ফরম নাম্বার পাবেন। নিচে “অনুলিপি ডাউনলোড করুন” লেখা বাটনে ক্লিক করে পূরন করা ফরমটি ডাউনলোড করতে পারবেন।  

ধাপ ৭: দাখিলকৃত ফরমের অনুলিপি প্রিন্ট করে তা আপনার এলাকার সমাজসেবা কার্যালয়ে জমা দেবেন। সেই সাথে নিচের ডকুমেন্টগুলো দরকার হবে-  

  • প্রতিবন্ধী সনদের জন্য সিভিল সার্জনের বরাবর আবেদনপত্র 
  • চেয়ারম্যান/ কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্ব সনদের মূল কপি  
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি  
  • শিশুর জন্ম নিবন্ধনপত্রের কপি  

ধাপ ৮: সমাজসেবা কার্যালয় আপনার আবেদন পেয়ে ডাক্তারি পরীক্ষার জন্য একটি সময় নির্ধারণ করে দিবে, সেই সময়ে আবেদন ফরমের অনুলিপির প্রিন্ট করা কপি নিয়ে শিশুর ডাক্তারি পরীক্ষা করাতে যেতে হবে।  

ধাপ ৯: পরবর্তীতে পরিচয়পত্র প্রস্তুত হয়ে গেলে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। তখন সমাজসেবা কার্যালয়ে গিয়ে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে ।   

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩।

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু যাতে নিজেই খাবার খেতে পারে সেটি কিভাবে শেখাব?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু কীভাবে নিজেই খাবার খেতে পারা শিখবে সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

কোন বয়স থেকে আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে টয়লেট ব্যবহার করা শেখানো শুরু করবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর টয়লেট ব্যবহার করা শেখানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।