পরিসংখ্যান মতে, রোমানিয়াতে আনুমানিক তিন লক্ষ ৮৭ হাজার মানুষ মৃদু শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করেন এবং ৩৮ হাজারেরও বেশি মানুষ গুরুতর শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতায় ভুগছেন।
*ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড’র, ২০১৮ ‘অ্যাট রিস্ক অব এক্সক্লুশন ফ্রম সিআরপিডি অ্যান্ড এসডিজি’স ইমপ্লিমেন্টেশেন: ইনইকুয়্যালিটি অ্যান্ড পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস’
রোমানিয়ার আইন অনুযায়ী, ২০০৬ সাল থেকে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা একটি স্বতন্ত্র প্রতিবন্ধিতা হিসেবে স্বীকৃত, যা Sense International Romania-এর প্রচার ও সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টার ফলস্বরূপ অর্জিত হয়েছে। এই আইন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সকল ক্ষেত্রে দোভাষী পাওয়ার অধিকার নিশ্চিত করে।
যদিও এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, তবুও রোমানিয়াতে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখনও প্রান্তিকতা ও বিচ্ছিন্নতার সম্মুখীন হয়ে থাকেন।
তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণের নতুন পথ হিসেবে প্রযুক্তিগত প্রবেশগম্যতা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। এ ধরনের রিসোর্স ও প্রযুক্তি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তি ও তাদের সহায়তাকারীদের জীবনযাপন, শেখার ক্ষেত্রে উন্নতি করতে সহায়তা করবে।