সেন্স ইন্টারন্যাশনাল শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই বৈশ্বিক রিসোর্স হাবটি তৈরি করেছে। একাট শীর্ষস্থানীয় বৈশ্বিক দাতব্য সংস্থা হিসেবে আমরা বিশ্বের আটটি দেশে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান করে থাকি।

আমাদের অভিজ্ঞতা

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উপলদ্ধিতে সহায়তা করার ক্ষেত্রে আমাদের ৩০ বছরেরও বেশী সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একটি অভিভাবক সংস্থা হিসেবে সেন্স ইউকে’র জ্ঞান ও দক্ষতা বিনিময়ের লক্ষ্যে ১৯৯৪ সালে আমাদের কাজ শুরু হয়।

তখন থেকেই আমরা ভারত, কেনিয়া, পেরু,রোমানিয়া, তানজানিয়া ও উগান্ডায় স্থানীয়ভাবে নিবন্ধিত প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করেছি। পাশাপাশি, আমরা বাংলাদেশ ও নেপালেও জাতীয় পর্যায়ের সংস্থাগুলোর সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কর্মসূচি বাস্তবায়ন করেছি।

আমাদের কর্মকাণ্ড

আমরা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের যত দ্রুত সম্ভব শনাক্ত করার জন্য কাজ করি, যাতে সঠিক সহায়তা গ্রহণের মাধ্যমে তারা উন্নতি করতে পারে। এছাড়াও শিশু ও যুব শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের গুণগত শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করে থাকি, যাতে তারা তাদের সক্ষমতাকে কাজে লাগিয়ে স্বনির্ভর জীবনযাপন করতে পারে।

আমরা অধিকার ভিত্তিক পন্থায় কাজ করে থাকি। সমাজে বিদ্যমান ভ্রান্ত ধারণা, কুসংস্কার, বৈষম্য ও বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলায় আমরা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারকে সাহায্য করে থাকি, যাতে তাদের অধিকারসমূহ বর্তমানে ও ভবিষ্যতে স্বীকৃত ও বাস্তবায়িত হয়।

আমাদের লক্ষ্য, উদ্দেশ্য  ও কার্যক্রম সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

বৈশ্বিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা রিসোর্স হাব

বৈশ্বিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা রিসোর্স হাব একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের জন্য অভিগম্য তথ্য, উপাত্ত এবং উপকরণ সরবরাহ করা হয়।

আটটি দেশে আমাদের কাজকে বেগবান করার লক্ষ্যে এই রিসোর্স হাবটি মূলত একটি প্রযুক্তিগত টুল হিসেবে কাজ করে। 

এই রিসোর্স হাবের মূল লক্ষ্য হল অপ্রতিবন্ধী ব্যক্তির মতো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরও তথ্য, উপাত্ত ও উপকরণের প্রবেশগম্যতা নিশ্চিত করা। যাতে তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে।