পরিসংখ্যান মতে বাংলাদেশে, প্রায় ৬৬ হাজার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।
ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড’র ,২০১৮ ‘এট রিস্ক অব এক্সক্লুশন ফ্রম সিআরপিডি অ্যান্ড এসডিজি’স ইমপ্লিমেন্টেশেন: ইনইকুয়্যালিটি অ্যান্ড পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস
বাংলাদেশে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সবচেয়ে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা একটি স্বতন্ত্র প্রতিবন্ধিতা, যা ২০১৩ সাল থেকে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত। ২০১৩ সালের আগে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো এবং দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দেশিত সেবা কেন্দ্রগুলো থেকে তাদেরকে সহায়তা নিতে হতো।
বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন পাস করে যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাকে আলাদা প্রতিবন্ধিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই আইনে মোট ১২ ধরনের প্রতিবন্ধিতার কথা বলা হয়েছে। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা এর মধ্যে অনত্যম।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইনে সাধারণ অধিকার হিসেবে পূর্ণমাত্রায় বেঁচে থাকা ও বিকশিত হওয়া, সর্বক্ষেত্রে সমান আইনী স্বীকৃতি ও বিচারগম্যতা, উত্তরাধিকারপ্রাপ্তি, স্বাধীন অভিব্যক্তি, মত প্রকাশ ও তথ্যপ্রাপ্তি, পরিবারের সাথে বসবাস, পরিবার গঠন এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের কথা বলা হয়েছে।
এছাড়াও অভিগম্যতা, শিক্ষার সকল স্তরে অংশগ্রহণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ, কর্মজীবনে প্রতিবন্ধিতার শিকার ব্যক্তির ক্ষতিপূরণ প্রাপ্তি, স্বাস্থ্য ও আইনী সেবা পাওয়ার মতো মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ সম্পর্কে জনসচেতনতা এখনও অপর্যাপ্ত,. তবে এই আইন মানুষকে তাদের অধিকার ও প্রাপ্ত সুযোগ-সুবিধা সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে।
তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণের নতুন পথ হিসেবে প্রযুক্তিগত অভিগম্যতা/ প্রবেশগম্যতা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। এ ধরনের রিসোর্স ও প্রযুক্তি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তি ও তাদের সহায়তাকারীদের জীবনযাপন, শেখার ক্ষেত্রে উন্নতি করতে সহায়তা করবে।
সেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ- আফসানার গল্প
ভিডিওটি আফসানা নামের একজন প্রতিবন্ধী কন্যাশিশুর। যেখানে আফসানা সম্পর্কে তার মা, বাবা কথা বলেছেন। সেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় আফসানা এখন অন্যান্য শিশুর মতো স্কুলে যেতে পারছে।
‘আফসানায় যখন ছোট ছিল, তখন ও কথা বলতে পারে নাই, হাঁটতে পারে নাই। হঠাৎ কইরা অনেকদিন যাবৎ নরজুল স্যারদের সাথে আমাদের সম্পর্ক, পরিচয় হলো। উনারা আসা যাওয়া করে, নিয়ম মতো ব্যায়াম করায়,আমাদেরকে ব্যায়াম শিখায়া দিয়া যায়’, লাঈলি, আফসানার মা।
সেন্স ইন্টারন্যাশনাল, বাংলাদেশের শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে থাকে। তিনটি স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাড়িভিত্তিক শিক্ষা প্রদান ও পুনর্বাসন এবং তাদের বেঁচে থাকা, শিক্ষা ও জীবনমানের উন্নয়নে কাজ করে থাকি।
‘ফলে কোনোকিছুই হবে না। আপনারা বইল্লা গেলে পরের স্টেপে আমরা এটা করলাম না, কিন্তু আমাদের এইটা করতে হবে। তাদের সাজেশন আমরা সবসময় মাইন্না চলছি । যার জন্য আমার মেয়ে এখন অনেক পরিবর্তন’, মোহাম্মদ, আফসানার বাবা।
ব্রিটেন সরকারের সহায়তায় সেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশে একীভূত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে।
আপনার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর সহায়তায় করণীয়
শিশুর শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সনাক্ত হবার পর মা-বাবার মাঝে নানা রকম ভয় ও নেতিবাচক অনুভূতি কাজ করে। বিশেষ করে এই শিশুকে কিভাবে লালন পালন করবেন তা ভেবে তারা অস্থির হয়ে পড়েন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে লালন-পালন করা অবশ্যই কঠিন কাজ, কিন্তু শিশুর প্রাথমিক শৈশবে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে…
প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র বা সুবর্ণ নাগরিক কার্ডের আবেদন করার প্রক্রিয়া
এই রিসোর্সের মাধ্যেমে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরা তাদের শিশুর জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র বা সুবর্ণ নাগরিক কার্ড পাবার আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা ও যোগাযোগ
এই রিসোর্সটি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের বাধাসমূহ এবং তাদের সাথে যোগাযোগ করার উপায় সম্পর্কে আলোচনা করেছে।