*ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফব্লাইন্ড’র, ২০১৮ ‘অ্যাট রিস্ক অব এক্সক্লুশন ফ্রম সিআরপিডি অ্যান্ড এসডিজি’স ইমপ্লিমেন্টেশেন: ইনইকুয়্যালিটি অ্যান্ড পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস’

ভারতের ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার আইন, ২০১৬’ অনুযায়ী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতাকে সংজ্ঞায়িত করা হয়েছে এমন একটি অবস্থা হিসেবে যেখানে একজন ব্যক্তির শ্রবণ ও দৃষ্টি উভয় প্রতিবন্ধিতা থাকতে পারে। যা তার যোগাযোগ, বিকাশ এবং শিক্ষা গ্রহণ প্রক্রিয়ায় গুরুতর সমস্যার সৃষ্টি করে। ভারতে পাঁচ লাখেরও বেশি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি থাকলেও, এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য অল্প কিছু সংগঠন কাজ করছে।

১৯৯৭ সালে, ভারতে মাত্র একটি স্কুল ছিল যেখানে ২৩ জন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শিক্ষা ও অন্যান্য সেবা প্রদান করা হত।

বর্তমানে, সেন্স ইন্ডিয়া ৬০টি অংশীদার এনজিও-র মাধ্যমে ভারতের ২৩টি রাজ্যে কাজ করছে। যারা ৮০ হাজারেরও বেশি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে বিচ্ছিন্ন জীবনযাপন ও অবহেলিত পরিস্থিতি থেকে বের হয়ে এসে তাদের নিজস্ব পৃথিবীকে বোঝা এবং পরিপূর্ণ ও সক্রিয় জীবনযাপনে সহায়তা করছে।

তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণের নতুন পথ হিসেবে প্রযুক্তিগত প্রবেশগম্যতা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি মানুষের জীবনে আমূল পরিবর্তন ঘটাতে পারে। এ ধরনের রিসোর্স ও প্রযুক্তি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তি ও তাদের সহায়তাকারীদের জীবনযাপন, শেখার ক্ষেত্রে উন্নতি করতে সহায়তা করবে।