এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক, শিক্ষক, বাড়িভিত্তিক সহায়তাকারী , শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু

প্রকাশের তারিখ
অক্টোবর 2024
তৈরি করা হয়েছে
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)

এই সহায়ক উপকরণটি ২ থেকে ৭ বছর বয়েসি শিশুকে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে শেখানোর জন্য তৈরি করা হয়েছে। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু সহ প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে সুরক্ষা সংক্রান্ত ঝুঁকি অপ্রতিবন্ধী শিশুদের তুলনায় অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রেই শিশু বুঝতে এবং বোঝাতে না পারায় তারা যৌন নির্যাতনের সহজ টার্গেটে পরিনত হয়। শিশুকে এই ধরণের কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করতে তাকে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে জানানো ও বোঝানো জরুরী।

বর্ণনা

এই রিসোর্সটিতে একটি শিশুর দেহের ছবি (সামনের অংশ এবং পেছনের অংশ) দেয়া আছে। দেহের লজ্জাস্থানসমূহ, যেখানে আদরের ছলেও স্পর্শ করা ঠিক নয় সেগুলো লাল রঙ দিয়ে, আর যেখানে স্পর্শ করে আদর করা গ্রহণযোগ্য, সেই স্থানগুলো সবুজ রঙ দিয়ে চিহ্নিত করা আছে।

 নির্দেশিকা

  • সহায়ক উপকরণটি শিশুর সামনে উপস্থাপন করে ছবির সাথে তার নিজের অঙ্গপ্রত্যঙ্গ মিলিয়ে দেখাতে হবে।
  • সবুজ রঙ করা স্থানে স্পর্শ করলে সেটা ঠিক আছে কিন্তু লাল রঙ করা স্থানে স্পর্শ গ্রহণযোগ্য নয় সেটা শিশুকে বুঝিয়ে দিতে হবে।
  • যাচাই করে দেখতে হবে যে শিশু বুঝতে পেরেছে কী না। যেমন তার মাথায় হাত দিয়ে প্রশ্ন করতে হবে এখানে হাত দিয়ে আদর করলে কি ঠিক আছে? শিশু বৃদ্ধাঙ্গুলি উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে জবাব দেবে।
  • বার বার যাচাই করে দেখতে হবে।
  • শিশুর দৃষ্টিশক্তি কম থাকলে বা একদমই না থাকলে, তাকে তার শরীরের বিভিন্ন স্থান (এই উপকরণে যেমনটি দেয়া আছে) স্পর্শ করিয়ে ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে ধারণা দিন এবং নিশ্চিত করুন যে সে বুঝতে পেরেছে।
  • অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিশুর মা-বাবা বা ঘনিষ্ট এবং বিশ্বস্ত কেউ ছাড়া অন্য কেউ একা একা শিশুর সাথে এই রিসোর্সটি ব্যবহার করতে পারবেন না।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে কেমন করে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করাবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে বোতলের পরিবর্তে কাপ বা গ্লাসে করে পান করার অভ্যাস করানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা কী?

এই পেজে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতা সম্পর্কে রয়েছে । এখানে শ্রবণ- দৃষ্টিপ্রতিবন্ধিতার বিভিন্ন ধরন, নবজাতক ও প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কারণ, রোগ নির্ণয়, লক্ষণ, এর অন্তর্নিহিত কারণ নিরাময় এবং এই পরিস্থিতি ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে।

শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের উপায়

যোগাযোগের একটি নতুন উপায় শিখতে শুরু করতে কখনই দেরি হয় না। বধিরতায় আক্রান্ত ব্যক্তির সাথে যোগাযোগের বিভিন্ন উপায় সন্ধান করুন।