শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা হলো এমন একটি অবস্থা যেখানে শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা একসঙ্গে বিদ্যমান থাকে, যা আংশিক বা সম্পূর্ণ হতে পারে। এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে রুবেলা বা সাইটোমেগালোভাইরাসের মতো সংক্রমণ, জেনেটিক কারণ, সময়ের পূর্বে জন্ম, দুর্ঘটনা বা বয়সজনিত সমস্যা।
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যোগাযোগ, চলাফেরা এবং সামাজিক অংশগ্রহণে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন। তারা তাদের চারপাশ থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারেন না, যার ফলে অন্যদের বোঝা এবং নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে সমস্যায় পড়েন। যেমন- একাকীত্ব, স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক কুসংস্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে সীমিত দৃষ্টিশক্তি, শব্দে সাড়া দিতে না পারা, চলাফেরায় অসুবিধা ইত্যাদি অন্তর্ভুক্ত।
লিংকসমূহ
-
PDF