এটা কার জন্য উপযোগী?

প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তি, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, পরিচর্যাকারী, শিক্ষক- শিক্ষার্থী, সরকারি/ বেসরকারি কর্মকর্তা।

প্রকাশের তারিখ
জুলাই 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।
প্রাপ্তি স্বীকার
সেন্স ইন্টারন্যাশনাল, ইউকে এই্ড, গোয়াক ও নিলাম্বু

 শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের জন্য অভিগম্য তথ্য, উপাত্ত এবং উপকরণ সরবরাহ করা হয়।

বিশ্বের আটটি দেশে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন বেগবান করার লক্ষ্যে সাতটি ভিন্ন ‍ভিন্ন ভাষায় এই রিসোর্স হাবটি মূলত একটি প্রযুক্তিগত টুল হিসেবে কাজ করে।  এই রিসোর্স হাবের মূল লক্ষ্য হল অপ্রতিবন্ধী ব্যক্তির মতো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরও তথ্য, উপাত্ত ও উপকরণের প্রবেশগম্যতা নিশ্চিত করা। যাতে তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব পরিচিতি : বর্ণনামূলক ট্রান্সক্রিপ্ট

উপস্থাপক: শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব, একটি আন্তর্জাতিক প্রবেশগম্য ডিজিটাল রিসোর্স হাব, যা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, প্রয়োজন ও বৈশ্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।

এটি এমন একটি জায়গা, যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি, নীতি উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং জীবন অভিজ্ঞতাকে একত্রিত করে সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।

ইমা: আমার নাম সুরাইয়া জাহান ইমা, আমি ক্লাস সেভেনে পড়ি। আমি অগ্রণী স্কুলে পড়ি। আমি ছবি আঁকতে পছন্দ করি।

পলি (ইমার বড় বোন): আমরা আগে কিছুই জানতাম না, রিসোর্স হাবের মাধ্যমে ইমার সাথে যোগাযোগ আরও সহজ হয়েছে।

ইমা: আগে জানতাম না, এখন আমি জানতে পেরেছি, আর আমি অনেক কিছু শিখতে পারব।

উপস্থাপক: এই রিসোর্স হাবের মূল লক্ষ্য হল অপ্রতিবন্ধী ব্যক্তির মতো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরও তথ্য, উপাত্ত ও উপকরণের প্রবেশগম্যতা নিশ্চিত করা। যাতে তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে।

গোপাল চন্দ্র সাহা: ‘ওয়ানস আপন অ্যা টাইম দ্য কনসেপ্ট অব এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন ফর পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস ওয়াজ অ্যা ড্রিম। বাট নাউ অ্যা ডেজ, উইথ দ্য সাপোর্ট অব মডার্ন টেকনোলজি ইট হ্যাজ কাম আপ অ্যাজ অ্যা রিয়েলিটি। পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস ক্যান নাউ কমিউনিকেট উইথ দেয়ার সারাউন্ডিং পিপল, সারাউন্ডিং এনভারোনমেন্ট। ইন ‍দিস রিগার্ড দ্য ইনিশিয়েটিভ অব স্টার্টিং সাচ গ্লোবাল ডেফব্লাইন্ডনেস রিসোর্স হাব হ্যাজ কাম টু অ্যা গ্রেট অ্যাসিসট্যান্স ফর দ্য পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস টু স্টাডি দেমসেলভস, টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড দেমসেলভস। ইট হ্যাজ ব্রট অ্যা গ্রেট চেঞ্জ ইন দ্য লাইফ অব পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস নাউ অ্যা ডেজ। আই অ্যাম ভেরি হোপফুল ইন ফিউচার ইট উইল ইম্প্রুভ মোর অ্যান্ড মোর ফর দ্য পারসনস উইথ ডেফব্লাইন্ডনেস। ’

(একসময় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা ও অন্যান্য ব্যক্তির সাথে যোগাযোগ করার বিষয়টি ছিল স্বপ্নের মতো। কিন্তু বর্তমান প্রযুক্তির সহায়তায় তা এখন বাস্তবে রুপ লাভ করেছে। শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা খুব সহজেই এখন তাদের চারপাশের পরিবেশ ও সবার সাথে যোগাযোগ করতে পারছে। ফলশ্রুতিতে, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব তাদের শিক্ষাক্ষেত্রে ও চারপাশের পরিবেশের সাথে যোগাযোগ করতে সহায়ক ভূমিকা পালন করছে। এটি তাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আমি আশাবাদী, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে এটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।)

উপস্থাপক: শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে সাতটি ভিন্ন ভিন্ন ভাষায় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, অধিকার ও কল্যাণের বিষয়ে বিস্তৃত তথ্য রয়েছে।

ওয়েবসাইটটি সাজানো হয়েছে সম্পূর্ণরূপে প্রবেশগম্যতার মানদণ্ড অনুসরণ করে।  যাতে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তি বা ব্যবহারকারী সহজেই এতে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন।

এ. এইচ. এম নোমান খান: শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী, এটা এক ধরনের প্রতিবন্ধিতা যেটা আমাদের আইনেও আছে। সারা বিশ্বে এখন প্রযুক্তির প্রসার ঘটছে। কিন্তু সব মানুষ প্রযুক্তির এই সুযোগটা পেলে পরেও প্রতিবন্ধিতার কারণে অনেক প্রতিবন্ধী মানুষ এই সুযোগ নিতে পারছে না। একইভাবে আমরা যদি মনে করি, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা একটি জটিল ধরনের প্রতিবন্ধিতা, যারা কানে শোনে না, যারা চোখে দেখে না, যারা কথা বলতে পারেন না।

এদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে, এদেরও প্রতিভা আছে। যদি ভালোভাবে আমি তাদেরকে সহায়তা দিতে পারি, তাদের প্রয়োজনীয় সহায়তাগুলাকে যদি আমি এনশিউর করতে পারি, তাহলে তারাও কিন্তু সমাজে ভূমিকা রাখতে পারে। আমরা একটা রিসোর্স হাব হিসেবে তৈরি করার মতো অবস্থা তৈরি করতে পারি কি না। এবং সেটা সফলভাবে তৈরি করা হয়েছে।

সেন্স ইন্টারন্যাশনাল ইউকে, তারা এটা তৈরি করেছে এবং আটটি দেশের সমন্বয়ে এটি এখন ব্যবহৃত হচ্ছে। এই ধারণাটুকু যদি আমরা এই হাবের মাধ্যমে বিনিময় করতে পারি, মানুষকে যদি আমরা এই হাবকে পরিচিত করাতে পারি, তাহলে তথ্যগত বিভ্রান্তি সমাধান হবে এবং মানুষ তার প্রয়োজনীয় তথ্যগুলোর ভেতরে ঢোকার মতো একটা সুযোগ পাবে। আমরা আশা করি যে, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিদের মতো একটি জটিল প্রতিবন্ধী মানুষকে নিয়ে যে সমস্ত শিক্ষনীয় উপকরণ রয়েছে সেগুলো ধীরে ধীরে এই হাবে অন্তর্ভুক্ত হবে এবং তাকে ব্যবহার করে তাদের জীবনকে সুন্দর করার মতো একটি প্রয়াস সৃষ্টি হবে।  

উপস্থাপক: সার্বিকভাবে, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব একটি তথ্যকেন্দ্রিক, মানবাধিকারের ভিত্তিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং এটি হলো সচেতনতা, ক্ষমতায়ন, অধিকার এবং সংযোগের এক শক্তিশালী প্রতীক, যেখানে প্রত্যেকটি কণ্ঠস্বর মূল্যবান এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য অপরিহার্য।

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?প্রয়োজনীয়
This field is for validation purposes and should be left unchanged.

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩।

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু যাতে নিজেই খাবার খেতে পারে সেটি কিভাবে শেখাব?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু কীভাবে নিজেই খাবার খেতে পারা শিখবে সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

কোন বয়স থেকে আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে টয়লেট ব্যবহার করা শেখানো শুরু করবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর টয়লেট ব্যবহার করা শেখানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।