এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবক, শিক্ষক

প্রকাশের তারিখ
সেপ্টেম্বর 2024
তৈরি করা হয়েছে
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা হলো এমন একটি অবস্থা যেখানে শ্রবণ ও দৃষ্টিশক্তির সমস্যা একসঙ্গে বিদ্যমান থাকে, যা আংশিক বা সম্পূর্ণ হতে পারে। এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে রুবেলা বা সাইটোমেগালোভাইরাসের মতো সংক্রমণ, জেনেটিক কারণ, সময়ের পূর্বে জন্ম, দুর্ঘটনা বা বয়সজনিত সমস্যা। 

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা যোগাযোগ, চলাফেরা এবং সামাজিক অংশগ্রহণে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হন। তারা তাদের চারপাশ থেকে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারেন না, যার ফলে অন্যদের বোঝা এবং নিজেদের প্রকাশ করার ক্ষেত্রে সমস্যায় পড়েন। যেমন- একাকীত্ব, স্বাস্থ্য সমস্যা এবং সামাজিক কুসংস্কার। বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে সীমিত দৃষ্টিশক্তি, শব্দে সাড়া দিতে না পারা, চলাফেরায় অসুবিধা ইত্যাদি অন্তর্ভুক্ত। 

লিংক

এটা কি কার্যকরী ছিলো?

শেয়ার


একই রকম রিসোর্স

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির নিরাপদ চলাচল

এই রিসোর্সটি মূলত একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির নিরাপদ চলাচল সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কারিকুলাম অ্যাডাপ্টেশন গাইডলাইন

এই রিসোর্সটি মূলত কীভাবে একজন প্রতিবন্ধী শিশুর জন্য বিশেষত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর জন্য পাঠ্য বিষয়কে সহজ করে শ্রেণিকক্ষে অভিযোজন করা যায় সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

কী কী কৌশল অবলম্বন করলে আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু নিজেই নিজের জামা পরতে শিখবে?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুরা একইসাথে দেখতে ও শুনতে পায় না। দৈনন্দিন কার্যক্রম সম্পাদনে অন্যান্য অপ্রতিবন্ধী শিশুর তুলনায় তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।   এই রিসোর্সে মূলত একজন শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশু কীভাবে নিজে থেকে পোশাক পরা শিখবে সে বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। কী কী কৌশল অবলম্বন করলে আমার শিশু নিজেই…