এটা কার জন্য উপযোগী?
শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি. তাদের অভিভাবক, শিক্ষক ও পরিচর্যাকারী।
আপনি যদি আপনার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে গ্লাসে করে পানি পান করাতে চান তবে গ্লাস সম্পর্কে তাকে ধারণা দেওয়া খুবই জরুরি।
তাকে গ্লাসে করে পানি পান করার অভ্যাস করানোর ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
- কাপ বা গ্লাসে করে শিশুকে কিছু পান করানোর অভ্যাস করানোর জন্য শিশুকে কাপ বা গ্লাসের সাথে পরিচিত করানো গুরুত্বপূর্ণ/জরুরি।
- একটি শক্ত গ্লাসে অল্প পরিমাণ পানি নিয়ে কাজটি শুরু করুন। পানির পরিমাণ এমন হবে যাতে শিশু গ্লাস থেকে পানি পান করতে পারে।
- সরাসরি শিশুর হাতে গ্লাস তুলে না দিয়ে কিভাবে গ্লাস টেবিল থেকে তুলে নিতে হবে সে বিষয়ে তাকে বলুন। তাকে গ্লাস থেকে চুমুক দিয়ে পানি খেতে সাহায্য করুন এবং গ্লাসটি টেবিলে রাখতে সাহায্য করুন।
- এভাবে প্রতিদিন গ্লাসে পানির পরিমাণ বাড়ান। প্রথম দিকে শিশু পছন্দ করে এমন পানীয় দিন। তবে এটি লাচ্ছি, মিল্কসেক এর মতো ঘন হলে ভালো হয়। একই সময়ে শিশুকে বোতলে করে যে খাবার দেওয়া হতো তার পরিমাণ কমাতে হবে। এভাবে দুই সপ্তাহের মতো বোতলের খাবার একেবারে কমিয়ে দিন।
- যখনই শিশুকে গ্লাসে বা কাপে করে কিছু খেতে দেবেন তখনই তাকে খাওয়ার কথা বলুন ও ইশারায় বুঝান। আপনার শিশুর যদি খাবার মুখে নিতে, চিবুতে ও গিলতে সমস্যা হয় তাহলে তার পাশে বসে এক হাত দিয়ে তাকে ধরুন, তার চোয়াল ও ঠোঁট নিয়ন্ত্রণে সাহায্য করুন এবং অপর হাত দিয়ে গ্লাস ধরুন।