এটা কার জন্য উপযোগী?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবক ও পরিচর্যাকারী।

প্রকাশের তারিখ
এপ্রিল 2025
তৈরি করা হয়েছে
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্লাইন্ডনেস- এনআরসিডিবি, সিডিডি।

 আপনি যদি আপনার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে নিজে নিজে খাবার খাওয়া শেখাতে চান তবে তাকে খাবার, তৈজসপত্র ও বিভিন্ন নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া খুবই জরুরি।  এক্ষেত্রে বেশ কিছু কৌশল অবলম্বন করে তাকে নিজে থেকে খাবার খাওয়া শিখতে উৎসাহিত করা যেতে পারে।

  • শিশুকে খাওয়ানোর জন্য একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। সব সময় শিশুকে একই স্থানে একই তৈজসপত্র বা থালাবাসনে খেতে দিন।
  • শিশু যাতে আরামদায়কভাবে বসে খাবার খেতে পারে সেটি নিশ্চিত করতে হবে। শিশু নিজেই নিজের খাবার খেতে পারছে কি না সেটি লক্ষ্য রাখতে হবে। শিশুকে এ কাজে উৎসাহ দিতে হবে এবং কাজের প্রশংসা করতে হবে।
  •  শিশুর খাবার গ্রহণের দক্ষতা বাড়ানোর জন্য পরিবারের সবাই মিলে একসাথে খাবার খান। শিশুর হাতে খাবার দেওয়ার পূর্বে তাকে মাথা সোজা করে বসার অভ্যাস করান তাহলে সে সহজেই খাবার মুখে নিতে ও চিবুতে পারবে।
  • শিশুকে সবসময় তার পছন্দের খাবার দিয়ে খাওয়া শুরু করাতে হবে। শিশুর সামনে খাবার দিয়ে মুখ স্পর্শ করে ও মুখে দিয়ে বলতে হবে ‘খাও’ এবং যে খাবার দেওয়া হচ্ছে সেটি কি তা তাকে বলতে হবে। শিশুকে খাবার স্পর্শ করতে দিন যাতে সে বুঝতে পারে তাকে কি খাবার দেওয়া হচ্ছে।
  •  শিশুকে খাবার হাতে নিতে সাহায্য করুন এবং কীভাবে তা মুখে নিতে হবে সে বিষয়ে তাকে বলুন। আস্তে আস্তে আপনার সাহায্য কমিয়ে দিন এবং শিশুকে নিজেই খেতে দিন।
  • যখন শিশু নিজেই খাবার নিতে শিখবে তখন আপনি তাকে চামচের ব্যবহার শেখানো শুরু করতে পারেন। যখন শিশু চামচের সাথে পরিচিত হবে তখন তার সামনে টেবিলের উপর চামচ রাখুন। আপনার হাতে তার হাত দিন এবং চামচটি খুঁজে পেতে তাকে সাহায্য করুন। চামচ খুঁজে পাওয়ার পর তাকে চামচে করে খাবার তুলতে সাহায্য করুন এবং এই খাবার কিভাবে মুখে দিতে হবে সে বিষয়ে তাকে জানান। যখন আপনি চামচে করে শিশুকে খাওয়া শেখাবেন তখন খাবার রাখার জন্য গর্তওয়ালা বাটি ব্যবহার করুন।

ডাউনলোড

এটা কি কার্যকরী ছিলো?

এটা কি কার্যকরী ছিলো?প্রয়োজনীয়
This field is for validation purposes and should be left unchanged.

শেয়ার


একই রকম রিসোর্স

প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩।

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

কোন বয়স থেকে আমার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুকে টয়লেট ব্যবহার করা শেখানো শুরু করবো?

এই রিসোর্সটি মূলত শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর টয়লেট ব্যবহার করা শেখানো সম্পর্কে তথ্য দিয়ে থাকে।

প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগ করার ক্ষেত্রে যেসব শিষ্টাচার মেনে চলবেন

এই রিসোর্সটি মূলত প্রতিবন্ধী ব্যক্তির সাথে যোগাযোগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে তথ্য দিয়ে থাকে।