Who is this useful for?

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর অভিভাবক, শিক্ষক, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে কাজ করছে এমন সংস্থা বা ব্যক্তি

Date of publication
সেপ্টেম্বর 2024
Created by
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী শিশুর বিকাশের জন্য যে কোনো পরিকল্পনা গ্রহণের প্রথম ধাপ হচ্ছে নিরূপন। নিরূপনের মাধ্যমে শিশুর পারিপার্শ্বিক পরিবেশ, দক্ষতা, শ্রবণ ও দৃষ্টিহীনতার মাত্রা, অনুভূতির মাত্রা, শারীরিক ও সামাজিক সক্ষমতা ইত্যাদি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে শিশুর চিকিৎসা, শিক্ষা ও সহায়তা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়।

পরিকল্পনা করা ও বাস্তবায়ন করার পর তা কতটা সফল হয়েছে সেটা যাচাই করার জন্য মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক পথে আছি কি না।

নিরূপণ শুরু করার পূর্বে জানতে হবে-

  • ‘কেন’ করছি?
  • এর ফলে কী উদ্দেশ্য অর্জিত হবে?
  • শিশু কী এই আচরণের সাথে মানিয়ে নিতে পারবে?
  • এর ফলাফল ঠিক কী বোঝাচ্ছে?

স্বল্প সময়ে পূর্ণাঙ্গ নিরূপণ প্রায় অসম্ভব। নিরূপণ দলের প্রয়োজন কয়েকবার শিশুর সাথে বসা, এবং প্রতিবারে শিশুর আচরণ গভীরভাবে পর্যাবেক্ষণ করা।

একটি নিরূপণ প্রক্রিয়াকে সফল, সার্থক ও যথার্থভাবে পরিচালনার জন্য নিচের বিষয়গুলোকে অন্তর্ভূক্ত করতে হবে-

১. পরিবারের অংশগ্রহণ

২. নিরূপণ প্রক্রিয়ায় একাধিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে অন্তর্ভূক্ত করা

৩. নিরূপণ কৌশল

  • শিশুর বর্তমান শ্রবণ ও দৃষ্টিশক্তির অবস্থা বিবেচনা করে তার সাথে যোগাযোগের পদ্ধতি নির্ধারণ করা।
  • পরিচিত পরিবেশ ও পরিচিত মানুষের দ্বারা নিরূপণ কার্যক্রম সম্পাদনা করা
  • পছন্দের খেলনা/রং/বস্তু চিহ্নিত করে তা সামনে রাখতে হবে। তারপর ধীরে ধীরে সরাতে হবে। পর্যাবেক্ষণ করতে হবে যে শিশু কি প্রতিক্রিয়া দেখায়।
  • ভিন্ন ভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করা। যোগাযোগের সময় শিশুর কোনো পরিবর্তন আসছে কি না তা দেখা।
  • দৈনন্দিন কর্মকান্ডের কিছু কাজ শিশুকে করতে দেয়া।
  • শিশুর পছন্দের কাজ করতে দেয়া।

নিরূপনের সময় বিবেচ্য বিষয়

যোগাযোগ

  • যোগাযোগের পদ্ধতি
  • যোগাযোগের দক্ষতা
  • যোগাযোগের/নির্দেশনার জন্য ব্যবহৃত বস্তু
  • যোগাযোগে আগ্রহ
  • অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ

সেন্সরি / মোটর দক্ষতা

  • পছন্দ-অপছন্দ
  • সহনশীলতার মাত্রা
  • জানার আগ্রহ ও সংবেদনশীলতা
  • হাটাচলা এবং নড়াচড়ার ধরণ
  • দৈনন্দিন কাজে অংশগ্রহণ
  • প্রয়োজনীয় সহায়তার ধরন

দৃষ্টিশক্তি

  • দৃষ্টি শক্তি ব্যবহার করে কাছে ও দুরের বস্তু দেখা
  • কোনো কিছুর দিকে তাকানো ও অনুসরণ করা
  • কারো সাথে যোগাযোগের সময় তার দিকে তাকানো
  • পছন্দের রঙ
  • চশমা বা সহায়ক উপকরণ
  • আলোর প্রতি সংবেদনশীলতা

শ্রবণশক্তি

  • শব্দ শুনলে বা ডাকলে সাড়া প্রদান
  • পরিচিত শব্দ শুনলে প্রতিক্রিয়া
  • শব্দের মাত্রার তারতম্যে প্রতিক্রিয়া
  • পছন্দ-অপছন্দের শব্দ
  • কন্ঠস্বর শুনে মানুষ চেনা
  • নির্দেশনা শুনে তা অনুসরণ করা
  • শ্রবণ সহায়ক যন্ত্র

ডাউনলোড

এটা কি কাজে লাগে?

অংশীদারি


অনুরূপ সম্পদ

শিশু ও ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক পোস্টার

এই রিসোর্সটি শিশু এবং ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির একটি উপকরণ হিসেবে কাজ করে, যা নির্যাতন ও সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ রিপোর্ট করার পদ্ধতি বলে দেয়।

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা ও যোগাযোগ

এই রিসোর্সটি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের বাধাসমূহ এবং তাদের সাথে যোগাযোগ করার উপায় সম্পর্কে আলোচনা করেছে।

গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুকে বাড়িভিত্তিক শিক্ষাদানের জন্য ফাংশনাল এ্যাসেসমেন্ট টুল

এই রিসোর্সটি শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী, গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের দক্ষতা, বাধা এবং চাহিদাগুলি নিরূপণ ও মূল্যায়নের কাজে ব্যবহার করা যায়, যার ভিত্তিতে IEP তৈরি করা যেতে পারে।